ক্রমশ গ্যাজেটের প্রতি অনুরক্ত হয়ে পড়ছে মানুষ। শুধু মোবাইল ফোন নয়, পাশাপাশি বাড়ছে নানা ধরনের অ্যাকসেসারির চাহিদা। স্মার্ট হচ্ছে সমস্ত প্রকরণ।
ইয়ারবাড ব্যবহারের প্রবণতা খুব দ্রুত বেড়েছে। শুধু গান শোনা বা কথা বলার সুবিধাই নয়, ইয়ারবাড এখন স্টাইল স্টেটমেন্ট। বিশেষত যুব সম্প্রদায় নানা আধুনিক ইয়ারবাড ব্যবহার করে স্টাইল সিম্বল হিসেবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
বাজারে নানা রেঞ্জের ইয়ারবাড পাওয়া যায়। তবে যেহেতু যুব সম্প্রদায়ের মধ্যে এর চাহিদা সব থেকে বেশি তাই খুব দামি ডিভাইস কিনতে পারেন না অনেকেই। কিন্তু বহু সংস্থার ইয়ারবাডই রয়েছে সাধ্যের মধ্যে। এমন কিছু ইয়ারবাডের কথা জেনে নেওয়া যাক যার দাম ১৫০০ টাকার কম। BoAt-এর Airdopes এমনই একটি ইয়ারবাড।
এটি boat-এর একটি সম্পূর্ণ ওয়্যারলেস ইয়ারবাড। এর শব্দের মান খুবই ভাল। boAt Airdopes Atom 81 ওজনে দারুন হালকা এবং কমপ্যাক্ট ডিজাইন। ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম, কোয়াড মিক্স ENx টেক, ১৩ মিমি ড্রাইভার, বিস্ট মোড-সহ এটি দারুন একটি ইয়ারবাডে। Amazon-এ এর দাম ১,১৯৯ টাকা
No comments:
Post a Comment